My Blog List

নামাজে আমরা কি পড়ি

নামাজে আমরা কি পড়িঃ সংকলনেঃ মীর কাসেম আকন্দ বি.এ.(সম্মান), কামিল(হাদিস)          সস্পাদনায়ঃ ১. ডাঃ মোঃ আনওয়ারুল হক ২.মোঃ কামরুল আহ্সান মামুন ৩.মোঃ হাসনাইন আবিদ প্রকাশকালঃ রমজানুল মোবারক, ১৪২৮ হিঃ সেপ্টেম্বর ২০০৭ ইং প্রকাশনায় সুবহান পাবলিকেশন্স ৪১,শান্তিবাগ, ঢাকা-১২১৭  বেশ কয়েকদিন ধরে ব্লগে লেখার ইচ্ছা বেশ প্রবল হচ্ছে; কিন্তু কি লিখব তা ভেবে পাচ্ছি না।নিজের কোন লেখা সংগ্রহে নেই।ব্লগে লেখার ইচ্ছা অনেক আগে থেকে থাকলে;হয়ত নিজে লিখে সেগুলো সংগ্রহে রাখতাম।কিন্তু এখন,সেরকম সুবিধা নেই।হয়ত এখন থেকে নিজে কিছু লেখার চেষ্টা করব।হঠাৎ মাথায় একটি বুদ্ধি এলো,আমার কাছে ছোট একটি বই আছে।বইটি ছোট কিন্তু;অনেক উপকারি।আমরা অনেকে নামাজ বা প্রার্থনা করি কিন্তু;নামাজে আমরা কি পড়ি বা প্রার্থনা করি সেটির অর্থ ভালভাবে জানি না।এই বইতে সুন্দরভাবে তা লেখা আছে।বইটি আমি অনলাইনে সংস্করণ করলাম যাতে আমার বন্ধুরা সেটি পড়ে।এরজন্য আমার ফেইসবুকে ওয়েব সাইটের ঠিকানা দেয়া আছে।বন্ধুরা চাইলে সেখান থেকে সাইটে ঢুকে এটি পড়তে পারবে।পরিশেষে আমি,যারা বইটি প্রথম প্রকাশ করেছে তাদের ধন্যবাদ জানিয়ে এবং অনলাইন কপি করার জন্য তাদের কাছে ক্ষমা চাচ্ছি।অবশ্য বইটির কোথাও লেখা নেই,বইটি হুবহু লেখা বা নকল করা দন্ডনীয় অপরাধ।এজন্য আমি নকল না করে,তাদের সকলের নাম অর্থাৎ উৎস প্রারম্ভে উল্লেখ করেছি।অনলাইন সংস্করণ পড়ে কেউ উপকৃত হলে আমার প্রয়াস সার্থক হবে।ধন্যবাদঃমোঃ আমিনুল ইসলাম বুলবুল-অনলাইন সংস্কারক।( ১) নিয়তঃ নামাজে নিয়ত করা একটি ফরজ কাজ।তবে এটা কোন বাধা ধরা নিয়ম বা শব্দ সমষ্টির নাম নয়।নিয়ত হচ্ছে কোন কর্মের আন্তরিক ইচ্ছা,বাসনা  বা অনুভুতির নাম   (২) তাকবিরে তাহরিমাঃ আল্লাহ আকবর = আল্লাহ মহান।( ৩)  ছানাঃ সুবহানাকা আল্লাহুম্মা = হে আল্লাহ্ তুমি পবিত্র।ওয়া বিহামদিকা = এবং তোমার প্রশংসা।ওয়া তাবারাকাছমুকা = এবং বরকতময় তোমার নাম।ওয়ালা তা‌‌‌‌‌‌‍আলা জাদ্দুকা = এবং তোমার মর্যাদা সুউচ্চ।ওয়া লা ইলাহা গাইরুকা = এবং তুমি ছাড়া কোন ইলাহ্ নেই। ( ৪) সূরা ফাতিহাঃ আলহামদু লিল্লাহি = সমস্ত প্র্র্রশংসা আল্লাহর জন্যে। রাব্বিল আলামীন = জগতসমুহের প্রতিপালক। আররাহমানির রাহিম = পরম দয়ালু ও দয়াবান। মালিকি ইয়াওমিদ্দীন = বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু = আমরা নিশ্চয় তোমার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাছতা'য়ীন = এবং তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস = আমাদেরকে দেখাও। সীরাতুল মুছতাকীম = সরল পথ। সীরাতাল্লাযীনা = তাদের পথ। আন'আমতা আলাইহিম = যাদেরকে তুমি অনুগ্রহ করেছ। গাইরিল মাগদুবি আলাইহিম = অভিশপ্তদের পথ নয়। ওয়ালাদ্দা-ল্লীন = এবং পথভ্রষ্টদের পথ নয়। আমীন = আল্লাহ কবুল করুণ। (৫) সূরা আসরঃ ওয়াল আসর = সময়ের শপথ। ইন্নাল ইনছানা লাফী খুছর = নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তে নিমজ্জিত।ইল্লাল্লাযীনা আমানু = তারা ছারা যারা ঈমান এনেছে।ওয়া আমিলুস সালিহাতি = এবং সৎ কাজ করেছে।ওয়া তা ওয়া সাও বিল হাক্কি = এবং পরস্পরে কল্যাণের উপদেশ দিয়েছে।ওয়া তা ওয়া সাও বিস্ সাবর্ = এবং পরস্পরে ধৈর্যের উপদেশ দিয়েছে।  (৬)সূরা কাউছারঃ   ইন্না আ'তাইনা-কাল কাউছার = নিশ্চয় আমি আপনাকে কাউছার দান করেছি।ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান হার = অতপর আপনি প্রভুর নামে নামায পড়ুন ও কুরবানি করুণ। ইন্না শা-নিয়াকা হুয়াল আবতার = নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষকারী রাই নির্বংশ।  (৭)সূরা ইখলাছঃ কুলহু ওয়াল্লাহু আহাদ = বল,তিনিই আল্লাহ্ এক-অদ্বিতীয়।আল্লাহুস সামাদ = তিনি কারো মুখাপেক্ষী নন।লাম ইয়ালিদ = তিনি কাউকে জন্ম দেননি।ওয়ালাম ইউলাদ = এবং তাকেও কেউ জন্ম দেয়নি।ওয়ালাম ইয়াকুল্লাহু = এবং তাঁর জন্য নেই।কুফুওয়ান আহাদ = কারো সমকক্ষ।   (৮)রুকুর তাসবীহঃ সুবহানা রাব্বিইয়াল = আমার রবের পবিত্রতা বর্ণনা করছি।আযীম = যিনি মহান। (৯)রুকু থেকে সোজা হয়ে দাড়ানোর সময় পড়ার দো'আ = ছামি'আল্লাহু = আল্লাহ্ শুনেছেন।লিমান হামিদাহ = যার প্রশংসা করা হলো।রাব্বানা ওয়া লাকাল হামদ্ = হে প্রভু তোমারই সকল প্রশংসা।উক্ত দো'আর পর নবী সাল্লাল্লাহু আরেকটি দো'আ পড়তেন-হামদান,কাছিরাণ = অসংখ্য প্রশংসা।তাইয়্যিবান,মুবারাকান,ফীহে = উত্তম বরকতময়। (১০)সিজদার তাসবীহঃ সুবহানা = পবিত্রতা বর্ণনা করছি।রাব্বিইয়াল আ'লা = মর্যাদাবান প্রতিপালকের। (১১)দুই সেজদার মাঝে পড়ার দো'আঃ আল্লাহ আমায় ক্ষমা করুণ,আমার প্রতি রহম করুণ,আমাকে হেদায়েত দিন,আমাকে মাফ করুণ,আমাকে রিযিক দিন।  (১২)তাশাহুদঃ আত্তাহিয়্যাতু লিল্লাহি = অভিবাদন আল্লাহর জন্য।ওয়াসসালাওয়াতু = এবং প্রার্থনা।ওয়াত্তায়্যিবাতু = ও উত্তম কাজ সমূহ।আসসালামু আলাইকা = আপনার উপর শান্তি।আইয়্যুহান্নাবিয্যু = হে নবী!ওয়া রাহমাতুল্লাহি = এবং আল্লাহর রহমত।ওয়া বারকাতুহু = ও বরকত।আসসালামু আলাইনা = শান্তি আমাদের সকলের উপর।ওয়া'আলা ইবাদিল্লাহিস সালিহিন = এবং পুণ্যবান বান্দাদের উপর।আশহাদু আন = আমি সাক্ষ্য দিচ্ছি যে।লা-ইলাহা ইল্লাল্লাহু = আল্লাহ ছাড়া কোন ইলাহ্ নেই।ওয়া আশহাদু = এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে।আন্না মুহাম্মাদান = মুহাম্মদ সাল্লাল্লাহু।আবদুহু ওয়া রাসুলুহু = আল্লাহর বান্দা ও রাসুল।  (১৩)দরুদ শরীঃআল্লাহুম্মা সাল্লি'আলা মুহাম্মাদি = হে আল্লাহ! মুহাম্মদ (সা.)এর উপর অনুগ্রহ কর।ওয়া'আলা আ-লি মুহাম্মদ = এবং তাঁর বংশধরদের উপর।কামা সাল্লাইতা = যেমন অনুগ্রহ করেছ।আলা ইবরাহীমা = ইবরাহীম আল্লাহু আনহু এর উপর।ওয়া আলা আলি ইবরাহীমা = এবং ইবরাহীম আল্লাহু আনহু এর বংশধরদের উপর।ইন্নাকা হামীদুম মাজীদ = নিশ্চয় তুমি অতীব প্রশংসিত ও মহা সম্মানিত।আল্লাহুম্মা বা-রিক আলা মুহাম্মাদি = হে আল্লাহ! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর বরকত নাযিল কর।ওয়া আলা আ-লি মুহাম্মদ = এবং তার বংশধরদের উপর।কামা বা-রাকতা আলা = যেমন বরকত নাযিল করেছ।ইবরাহীমা = ইবরাহীম আল্লাহু আনহু এর উপর।ওয়া আলা আ-লি ইবরাহীমা = এবং ইবরাহীম আল্লাহু আনহু এর বংশধরদের উপর।ইন্নাকা হামীদুম মাজীদ = নিশ্চয় তুমি অতীব প্রশংসিত ও মহা সম্মানিত।  (১৪)দো'আ মাছুরাঃ আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফছী = হে আল্লাহ!আমি আমার আত্বার প্রতি যুলম করেছি।যুলমান কাছিরা = অতিরিক্ত যুলম।ওয়ালা ইয়াগফিরুয্ যুনুবা = আর কেউ তা ক্ষমা করতে পারবে না।ইল্লা আনতা = একমাত্র তুমি ছাড়া। ফাগ্ ফিরলি মাগফিরাতাম = অতএব আমাকে ক্ষমা করে দাও।মিন্ ইনদিকা = তোমার পক্ষ থেকে ক্ষমা।ওয়ার হামনী = এবং আমার প্রতি দয়া কর।ইন্নাকা আনতাল = নিশ্চয় তুমি।গাফুরুর রাহিম = ক্ষমাশীল ও দয়াবান।  (১৫)অতঃপর ডান ও বাম কাধের দিকে দৃষ্টি করে বলতে হয়ঃ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্ = আপনাদের উপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক।  (১৬)সালামের পর পাঠ করার দো'আ ও যিকিরঃ সালাম ফিরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শব্দ করে একবার (আল্লাহ আকবার) তাকবীর দিতেন ও বলতেন- আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।অতঃপর বলতেনঃ আল্লাহুম্মা আন্ তাসসালামু = হে আল্লাহ! আপনি নিরাপত্তা দানকারী।ওয়া মিনকাসসালাম = আপনার কাছে নিরাপত্তা আশা করি।তাবা-রাকতা = আপনি বরকতময়।ইয়া যাল জালা-লী ওয়াল ইকরাম = হে মর্যাদাবান ও মহাপরাক্রমশালী।  (১৭) দো'আ কুনুতঃ আল্লাহুম্মা = হে আল্লাহ!ইন্না নাছতা'য়ীনুকা = নিশ্চয় আমরা তোমার সাহায্য চাই।ওয়া নাছতাগফিরুকা = এবং তোমার কাছে ক্ষমা চাই।ওয়া নু'মিনুবিকা = আমরা তোমাকে বিশ্বাস করি।ওয়া নাতাওয়াক্কালু আলাইকা = তোমার উপর ভরসা করি।ওয়া নুছনী আলাইকাল খাইরা = তোমার উত্তম প্রশংসা করি।ওয়া নাশকুরুকা = এবং তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি।ওয়ালা-নাকফুরুকা = তোমার অকৃতজ্ঞ হই না।ওয়া নাখলা'উ ওয়া নাতরুকু = এবং পরিত্যাগ করি ও ছেড়ে দেই।মাই ইয়াফ জুরুকা = যে তোমার সীমা লঙ্ঘন করে।আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু = হে আল্লাহ!আমরা তোমারই ইবাদত করি।ওয়ালাকা নুসাল্লী ওয়া = এবং তোমারই জন্যে নামাজ পড়ি।নাছজুদু = ও সিজদা করি।ওয়া ইলাইকা নাছ'আ = এবং তোমার দিকে ধাবিত হই।ওয়া নাহফিদু = ও দ্রুত কাজ সম্পন্ন করি।ওয়া নারজু রাহমাতাকা = এবং তোমার রহমতের আশা করি।ওয়া নাখশা আযাবাকা = তোমার শাস্তির ভয় করি।ইন্না আযা-বাকা = নিশ্চয় তোমার শাস্তি।বিল কুফফারী মুলহিক = কাফিরদের জন্যে অবধারিত।  (১৮)তাসবীহ পড়ার নিয়মঃসুবহান আল্লাহ = আল্লাহ পবিত্র মোটঃ তেত্রিশ বার।আল্ হামদুলিল্লাহ = সকল প্রশংসা আল্লাহর মোট তেত্রিশ বার এবং আল্লাহ আকবর = আল্লাহ মহান তেত্রিশ বার করে পড়তে হয়।  (১৯) মসজিদে প্রবেশের দো'আঃ আল্লাহুম্মাফ তাহলী = হে আল্লাহ! আমার জন্য খুলে দিন।আবওয়াবা রাহমাতিকা = আপনার রহমতের দ্বার সমুহ। মসজিদ থেকে বের হওয়ার দো'আঃ আল্লাহুম্মা ইন্নী আছআলুকা = হে আল্লাহ! আমি আপনার কাছে কামনা করছি।মিন ফাদলিকা = আপনার রহমত থেকে।       **************************************************************************

No comments: