My Blog List

Sunday, March 20, 2011

একজন মানুষের ভিতরে থাকা বেশ কিছু গুণাবলী

 (১) চেষ্টা করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে।
 (২) চেষ্টা করি সর্বদা সত্য কথা বলতে।
 (৩) টাইম মাফিক অর্থাৎ ঘড়ি মেপে খাওয়া দাওয়া করি।
 (৪) প্রকৃত ভিক্ষুককে ভিক্ষা দিতে চেষ্টা করি।
 (৫)পরিবারের সবার সাথে বসে প্রতিদিন কিছু সময় কাটাই।
 (৬) মা বাজার করতে বললে,বাজার করে দেই।
 (৭) বাসায় আত্নীয়-স্বজন আসলে,তাদের সাথে ভাল ব্যবহার করি।
 (৮) নিয়মিত হাটা-হাটি অর্থাৎ জগিং করি।
 (৯) খাবারের পর মাছের কাটা পানিতে ফেলি না;সেগুলি বিড়ালকে খেতে দেই।
 (১০) রাস্তায় পরিচিত কাউরো সাথে দেখা হলে,তাদেরকে বাসায় আসতে বলি।  
 (১১) কাউকে কোন কথা দিলে,সেটি পূরণ করার চেষ্টা করি।
 (১২) অযথা ফোনে কথা বলে সময় নষ্ট করি না।  
 (১৩) কোন মেয়ে বান্ধবীর সঙ্গে কোনদিন বেড়ানো হয়নি।
 (১৪) কোনদিন ধূমপান করিনি বা অন্য কোন মাদকের সঙ্গে জড়িত নই।
 (১৫) ইচ্ছা পোষণ করি জীবনে ভাল কিছু একটা করতে।
 (১৬) বাকি খাওয়ার অভ্যাস নেই।
 (১৭) কোন ব্যক্তির আমার কাছে কোন টাকা পাওনা নেই।
 (১৮) কাউকে কোনদিন ধোকা দেইনি।
 (১৯) খুব সহজে রেগে যাইনা।
 (২০) প্রয়োজনের অতিরিক্ত ব্যয় বা অপচয় করিনা।
 (২১) সাধারণভাবে চলাফেরা করি,কোন বিদেশি ফ্যাশনে মনযোগ নেই।
 (২২) জীবনে কোনদিন সানগ্লাস পরিনি;কারণ আমি মনে করি,এতে আত্মমর্যাদাবোধ জেগে উঠে।
 (২৩) জীবনে ব্যর্থতা আসলেও হতাশ হই না।
 (২৪) অশ্লীলতা পছন্দ করি না কারণ;আমি মনে করি,এগুলো আমাদের ক্ষতি করে।
 (২৫) পৃথিবীর সব ধর্মের প্রতি আমার শ্রদ্ধা আছে;আমি মনে করি,ধর্ম মানুষকে মুক্তি দেয় প্রগতির দিকে নিয়ে যায়,জীবনে সফলতা বয়ে আনে।
 (২৬) কারো প্রতি হিংসা-বিদ্বেষ করিনা;সবার সুখে হাসি এবং সবার দুঃখে কাঁদি।
 (২৭) বর্তমানে কোন গান শুনি না কারণ;আমি মনে করি বিনোদনকে ডাইভার্ট করা যায়।
 (২৮) ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখি-যেমন;
           প্রতিদিন গোসল করি।              
নিয়মিত দাঁত ব্রাশ করি।
                      পরিষ্কার পোশাক পরিধান করি।
                      নিজের থাকার রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি।
 (২৯) নিজের কাজ নিজে করতে পছন্দ করি এবং এতে লজ্জাবোধ করি না। যেমন;নিজের  পোশাক নিজে ধুয়ে থাকি।
 (৩০) বড়দের সম্মান করি এবং ছোটদের স্নেহ করি।
 (৩১) পরচর্চা বা কারো দুর্নাম বদনাম করি না। 
 (৩২) নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাই এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠি।
 (৩৩) ব্যক্তিগতভাবে স্বাস্থ্য সচেতন এবং এব্যাপারে খাওয়া-দাওয়ায় সচেতন।
 (৩৪) নিয়মিত স্বাস্থ্য বিষয়ক লেখা-লেখি পড়ি।
 (৩৫) নির্দিষ্ট কোন বন্ধু-বান্ধবী নেই,সবার সাথে সমান সম্পর্ক বজায় রাখি।
 (৩৬) ছোট বেলা থেকে নিজের ভিতর দেশপ্রেম দারুণভাবে কাজ করে।
 (৩৭) তাকওয়া বা আল্লাহভীতি নিজের ভিতর বিদ্যমান যে কারণে ধর্মীয় কাজগুলো করার চেষ্টা করি।
 (৩৮) কোনদিন কোন কিছু চুরি, তহবিল তছরুপ বা আত্মসাৎ  করিনি।
 (৩৯) অশ্লীল গালমন্দ বা বকাবকির অভ্যাস নেই।
 (৪০) কম কথা বলি,স্বল্পভাষী।
 (৪১) হলে গিয়ে কোনদিন সিনেমা দেখিনি।
 (৪২) পায়ে হেটে যাতায়াত করি,প্রয়োজন ছাড়া রিক্সায় চড়ি না।
 (৪৩) আব্বা-আম্মাকে সম্মান করি,মাতা-পিতার অবাধ্য হই না।
 (৪৪) টিভিতে নাটক-সিনেমা দেখি না।
 (৪৫) ট্রাফিক-আইন, ট্রাফিক-সাইন মেনে চলি যে কারণে;আমাকে রাস্তায় ডান দিক দিয়ে হাটতে দেখা যায়।
 (৪৬) দেশের আইন শৃঙ্খলার ব্যাপারে যথেষ্ট সচেতন।
 (৪৭) ছাত্র অবস্থায় রাজনীতি পছন্দ করিনা যে কারণে;রাজনীতির সঙ্গে যুক্ত নই।
 (৪৮) যে কোন ধরণের অশ্লীলতা অপছন্দ করি।
 (৪৯) কাউকে কোনদিন কোন চর-থাপ্পর দেইনি বা কোন মারামারি করিনি।
 (৫০) রাত করে বাসায় ফেরি না।
 (৫১) খাওয়া-দাওয়ায় কোন বাছ-বিচার নেই,অর্থাৎ সব খাবারই পছন্দ করি।
 (৫২)ভালো-মন্দ বিচার করতে পারি অর্থাৎ হিতাহিত জ্ঞান আছে।
 (৫৩)রাস্তায় যেখানে-সেখানে থুতু ফেলে রাস্তার পরিবেশ নষ্ট করি না।
 (৫৪)পিতার সাথে কোন দিন বেয়াদবি বা খারাপ ব্যবহার করিনি,যে কারণে কোন দিন বকুনি,মাইর বা পিটুনি খাইনি।

(৫৫)মায়ের যাতে কষ্ট না হয় সেজন্য;সওয়াবের আশায় মাঝে মাঝে প্লেট বা থালা-বাসন গুলো ধুয়ে থাকি।
(৫৬)সকালে বাজার করতে গিয়ে ইজিবাইক বা রিক্সাভাড়ার টাকা বাঁচিয়ে ভিক্ষুককে দান করি।

 

No comments: