My Blog List

Sunday, March 20, 2011

মানুষ মানুষকে মদন,পাগল বা বোকা বলা কি ঠিক হচ্ছে ?

মানুষ মানুষকে মদন,পাগল বা বোকা বলা কি ঠিক হচ্ছে ?

by Md Aminul Islam Bulbul on Wednesday, March 9, 2011 at 1:27pm
এ কোন দুনিয়ায় বাস করি আমরা ?মানুষ মানুষকে মদন বলে,পাগল বলে,বোকা বলে বা আরো কত কি বলে !তারা কি মদনকে মদন বলছে ?             অনেকক্ষেত্রে এই মানুষগুলো মদন না,পাগল না এবং বোকাও না।তবুও মানুষ মানুষকে এগুলো বলছে।আর যদি হয় মদন,পাগল বা বোকা তাহলে তো কথাই নেই-অনবিরত এগুলো বলে চলেছে।হতে পারে মানুষগুলো তার থেকে তুলনামূলকভাবে মদন,পাগল বা বোকা।তাই বলে তাদেরকে কি এগুলো বলা ঠিক হচ্ছে ?সেই লোকগুলো হয়ত জানে না-তাদের ভিতরে এমন কিছু গুণ থাকতে পারে যা যে লোকগুলো এগুলো বলছে তা হয়ত সেই লোকগুলোরও ভিতরে নেই।দেখুন যে লোকগুলোকে মদন বলছেনঃ সেই লোকগুলো আপনার কাছে মদন হতে পারে।যে কারণে আপনার কাছে মদন সেই একই কারণে,আপনিও অন্য একজনের কাছে-যে আপনার চেয়ে এগিয়ে তার কাছে আপনিও তো মদন তাই নয় কি ?তাহলে কেন বলছেন এগুলো অন্য আরেক জনকে ?আর শুনুন, মানুষকে পাগল বলবেন ?মানসিক রোগের সাধারণ জ্ঞানের বইটা একবার পড়ে দেখুন,যদি সামন্যতম জ্ঞানী হয়ে থাকেন।দেখবেন মানসিক রোগের লক্ষণের সাথে অনেকগুলো লক্ষণই আপনার মিলে গিয়েছে-তাহলে তো সঠিক বিচারে আপনিও একজন পাগল।তাহলে কেন অন্য আরেকজনকে পাগল বলছেন ?হতে পারে পাগল বলা লোকটির মানসিক রোগের ১০০ টি লক্ষণের মধ্যে ৬০ টি উপস্থিত আর আপনার লক্ষণও কম নয়,তা প্রায় ৪০% হতে পারে।৬০% লক্ষণে থাকা লোকটির লক্ষণ মানুষের কাছে প্রকাশ পাচ্ছে;আর আপনার ৪০% লক্ষণ থাকার কারণে তা অন্য লোকদের কাছে খুব একটা প্রকাশ পাচ্ছে না। কিন্তু সঠিক বিচারে আপনার ভিতরে মানসিক রোগের লক্ষণ থাকার কারণে, আপনিও তো একজন পাগল তাই নয় কি ?আপনি একজন ভাল ছাত্র,পরিক্ষায় ১০০ তে ৮০ মার্ক অর্থাৎ এ+ পেয়েছেন।এজন্য অন্য একজন যে আপনার শ্রেণীতেই পড়ে সে পরিক্ষায় ৬০ নম্বর পেয়েছে তাকে আপনি বোকা বলছেন ? কিন্তু কেন, তাদের এগুলো বলছেন; মাত্র ২০ নম্বর আপনার সাথে ব্যবধানের কারণে ?আপনি একটি জেলার ভিতরে ভাল একটি কলেজ সরকারী দেবেন্দ্র কলেজে পড়েন সে কারণে আপনার শ্রেণীরই অন্য লোকদের বোকা বলছেন।কিন্তু আপনি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যান তাহলে হয়ত প্রতিযোগিতায় তাদের সাথে টিকতে পারবেন না।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে যায়,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে অনুরুপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় তাহলে কি প্রতিযোগিতায় টিকা সম্ভব ?তাহলে কেন অন্য ছাত্রদের বোকা বলছেন ?ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বুয়েট কিংবা ঢাকা মেডিক্যালে পড়েন ?খুব বড় হয়ে গেছেন তাই না ?আপনারা যদি ভারতে যান,ভারতের লোকেরা যদি চীনে যায় বা চীনের লোকেরা যদি ইংল্যান্ড অথবা যুক্তরাষ্ট্রে যায় তাহলে কি প্রতিযোগিতায় টিকতে পারবে ?তাহলে কেন অন্য লোকদের বোকা বলছেন ? হ্যাঁ আপনি হয়ত আমেরিকার রয়েল কলেজ অব ফিজিসিয়ান হয়ে গেছেন,MRCP বা FRCP ডিগ্রী ঝুলিয়েছেন।অনেক বড় পন্ডিত হয়ে গেছেন তাই না ?একবার ভাবুন তো সেই লোকটিকে যিনি সৃষ্টি করেছেন,তিনি কত বড় মহাক্রমশালী,প্রজ্ঞাময়,বিজ্ঞ।পারলে একবার চিন্তা করে দেখুন তো।যিনি সমগ্র সৃষ্টিকে পরিচালনা করছেন-তিনি কত বড় জ্ঞানী !তাহলে অন্য লোকগুলোকে কেন বোকা বলছেন ?MRCP,FRCP ডিগ্রিধারী লোকগুলো সৃষ্টি কর্তার কাছে কতই না বোকা।বোকা বলছি একারণেই,কারণ পবিত্র কোরআন শরীফ থেকে জানা যায়-মানুষকে খুব অল্প জ্ঞান দিয়েই পৃথিবীতে পাঠানো হয়েছে।তাহলে কেন আপনার থেকে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা লোকগুলোকে এগুলো বলবেন ?এখনই সাবধান হয়ে যান।আপনি এগুলো অন্যকে বললে,অন্য আরেকজনও হয়ত আপনাকে এগুলো বলে বেড়াবে।নিজের ভালোর জন্যই এগুলো বন্ধ হওয়া উচিৎ কারণ;কারো অধিকার নেই মানুষ হয়ে মানুষকে এগুলো বলার।No improvement is possible unless this problem is solved.

No comments: